নারী তোমার মধ্যে দেখি সম্ভাবনা দেয় উকি।
মা হয়ে জন্ম দিলে মানুষ সাতশ কোটি।
প্রতিটি মানুষ থেকেছিল গর্ভে তোমার নারী।
মা রূপে ধরলে পেটে করলে ঋন ভারী।
তুষার গোলে ঝড়লো পানি তোমারি প্রেমে।
নারী তুমি সিঁড়ি হয়ে নেইকো তো থেমে।
তোমার জন্য কাঁদলো সবাই বাঁধলো করিডোর।
খুলে দিলো মনের মধ্যে দোয়ারি দুয়োর।
মরে গেছো এমন গুজব ছড়িয়ে যখন গেল।
কান্নার রোল বইল হাওয়ায় ঘর করে এলোমেলো।
ফিরে যদি আশো তুমি থাকবে বেঁচে এই ভুমি।
তুষার গলে ভইবে যে জল।।
নদী গুলো গাইবে প্রেমে -ছন্দে নেচে করবে ছলছল।।