গাছ গুলো বড় হয়ে যাচ্ছে
দিনদিন বড় হয়ে যাচ্ছে শিশুটি
দিনের পর দিন শিশু হতে কৈশোরে
কৌশর হতে যৌবনে যৌবন হতে আরেকটু
বীজ গুলো হতে চারা
চারা হতে বড় গাছ
গাছে ফুল ফল বেড়েই যাচ্ছে।
সব জোয়ারের পর ভাটা পড়ে
দিনের পর রাত।
চল্লিশ পেরিয়ে শরির
চলতে শুরু করে বিপরিতে
সময়ের বড় ধায়
সে আর দাঁড়াতে চায় না
চোখ গুলো জাপসা
পায়ে চলা ধীর হয়ে আসে।।