আমায় রাখিসনে বেধে,
আমায় দে ছেড়ে দে!
হেটে যাই শিশির ভেজা ঘাসে
দেখব বলে ? দৌড়াতে চাই,
কোথায়? মেঘ পাহাড়ে মিশে।
আমি উড়তে চাই,
পাখির ডানায় বসে।
কেন? রাখিস ধরে মিছে
নাটাই নিয়ে কেন? করিস মিছে বড়াই।
সুতোটা কেটে গেছে যে বহু আগে!
চোখের পর্দা গেছে থেমে,
তোর পানে চেয়ে থাকি নে।
আমি মন ভরে আকাশ দেখতে পাই।
সবুজ গাছে ডাকা পাহাড়
সমুদ্র দেখতে পাই।
এবার নাহয় বিদায়,
যেখানে নেই শিকল বন্ধী খেলা
যাব হারিয়ে,
যেখানে প্রকৃতির বসেছে মেলা।