তুমি আমার প্রিয়।
তার চেয়ে প্রিয় আমার-
ভোরের আলো, মুক্ত বাতাস পাখির গান।
খোলা আকাশ- চাঁদনী রাত, নদীর কলতান।
প্রিয় আমার সবুজ বৃক্ষের পাহাড়।
নতুন দেশ, নতুন দিগন্ত ছোঁয়ার।
তুমি কাছে আসার আগে -
বারে বারে মনে ভয় জাগে!
তুমি কি গো দিবে? ভাবতে আমাকে আমার মত।
তুমি কি গো দিবে ছাড়, প্রকৃতিকে ভালবাসবার? আবার ভেবে পুলকিত হয় মন।
তুমিও তো মানুষ, আমারই মতন।
তোমারও তো স্বাদ থাকতে পারে কত?
আমার মত।
মনে বড় স্বাধ জাগে,
সাজবো দুইজনে, ভালোবাসা বন্ধুত্ব আর ত্যাগে। এ শুধু ক্ষণিকের দুনিয়া নয়!
জান্নাতের রব দুজন অনন্ত সময়।
এ দুনিয়ার মোহ ভুলে গিয়ে কাটাবো দুজন চিরস্থায়ী জান্নাতে।
কাটাবো সময় এমনও কাজে, আমাদের প্রতি মহান আল্লাহর সন্তুষ্টি যেন গো জাগে।।