আমি খুব সাধারণের মত বাঁচতে চাই।
বড় হয়েছি বলে নিজ গৃহে থাকা হলো দায়।
অনেক আপন মানুষও,
আজকাল, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কেন?
পৃথিবীর পার্থিব উন্নতি চরমে বলে!
মানুষের চাহিদাগুলো লাগাম হারিয়েছে।
কিছুদিন আগে যেটাকে চিনতইনা কেউ!
আজ হয়েছে মুখ্য চাহিদা।
এখন একান্তই লাগে।
আমার পিছিয়ে পড়ার কারণ?
সাধারণ এর মত বাঁচতে চাই।
বাবার আদরের খুকির চাহিদা তাই,
আজ আর বাবার একটু আদর পাওয়াতে নাই!
অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিলে,
আত্মহত্যা করে।
বাবার নামে, অগ্রিম মামলা দিয়ে যেতেও ভুলে না সেই মেয়ে।
স্বামীর সোহাগিনী বউয়ের, আকাঙ্ক্ষা আর নেই, স্বামী কখন ফিরবে।
তৃপ্ত হতো যে একটু সোহাগে।
আজ তার চাই,সোনার অলংকার।
তো কাল দামি শাড়ি।
কিনে দিতে না পারলে ছাড়ে হুংকার।
এমন ঘরে, এমন সংসারে,
কিবা করার থাকে আর।
আমি চাই সামান্য এই অধিকার!
একটু সাধারনের মত বাঁচার!