মহত্বের জন্য ত্যাগের জন্য
মানুষ হয়ে উঠে মহান।
নামের সাথে যুক্ত করা হয়
নানান কৃতিত্ব।
তাকে ডাকা হয়, মহান দাতা! দানবীর! ত্যাগী! ন্যায়পরায়ন! সত্যবাদি! বহু বহু উপাধি তে।
প্রকৃতি, বহু কিছু দিয়েও নিতে পারেনি কোন সুনাম।
কেউ কখনো ডাকেনি দাতা সূর্য, ত্যাগি পাহাড় , মহান নদী বলে।
আজ তোমাদের শুনাবো মহান এক নদীর কথা-
যে বয়ে নিয়েছে, তিন কোটি মানুষের আবর্জনা।
যার উপর দিয়ে বয়ে বেড়ায় বালুর ট্রলার, মানুষ-বহন করা বহু জাহাজ।
যার দোয়া আর শব্দে,
সে একটি বারের জন্যও বিরক্তি প্রকাশ করে নি।
যার অতিতের ত্যাগের জন্য গড়ে উঠেছিল,
এই শহর।
বসতি গড়েছে কোটি মানুষ
সেই বুড়িগঙ্গার কথা বলছি।
যে ত্যাগের বিনিময়ে হয়ছে ময়লার বাগাড়।।