যদি ভুল করে ভালবেসে থাকি
তবে ক্ষমা করে দিয়ো আমায়
তবু বলব আমি বলব আমি
এই চোখ কেন দেখল তোমায়।
.
মানুষে তো ভালবাসে
আশার সাগরে বাসে
সার্ত নীহিতো কিসে চাওয়া
না হয় ভাবব আমি
সবি ছিল পাগলামী
সব চাওয়া পুর্ণতা কি পাই
.
এই পুডা চোখ যদি
দেখতো না সেই অব্ধি
প্রতিমার মতো মুখ তোমার
জানতো না এই রিদয়
ভালবাসা কারে কয়
ভাংগত না বুকটা ব্যাথায়
.
যদি ভুল করে ভালবেসে থাকি
তবে ক্ষমা করে দিয়ো আমায়।