অশ্রু সাগরে ভাসিয়ে মোদের
বুদ্ধি না পুরতে শৈশবকালে,
ভূবন ত্যাগ করে মাগো
গেলে তুমি চলে।
/
যত দিন যায় মা -যত বয়স হয়
আদর শূন্য আত্না আরও হয় লোভী
খালামার স্নেহ,চাচী ফুপুর আদরে
না পুরে শূন্যতা ঢেলে দিলে সবই।
/
আছে যদি অভাব তবও মা ঋণী
দশ মাস দশ দিন বহিছো উদরে,
হলো না সৌভাগ্য সে ঋণ শোধিবার
তোমার চরণ সেবা করে!
/
তোমার নির্ভেজাল দুগ্ধ পানে মা
বেড়ে উঠেছি হয়েছি স্ববল,
বিনিময়ে দিতে ব্যর্থের ব্যথা তাই
পঁচে আজ দুর্গন্ধ ভিজে আঁখি জল!
/
শুধু চাইবার আছে করুণাময়ের কাছে
করে আমার আকুতি মিনতী,
হে খোদা ঢেলে দিও শান্তি
মায়ের বিদেহী আত্নার প্রতি!