কী পিয়াসী মন, কি খোঁজে কখন?
কেন দুঃখ পায়? কেন কেঁদে যায়?
কাকে ভালোবাসে? কার তরে হাসে?
কার দিকে চায়? কেন নিভে যায়?
কে জানে হায়!
তবু রোজরাতে, নিশাচর আমার জানালায়,
গৃহী সংসারের ঘরের আলো এসে পড়ে -----
একে একে আবার টুপটাপ নিভে যায়।
মানুষেরাও শুষ্কতম অভ্যাসিত সঙ্গম প'রে----
ঘুমিয়ে যায় ক্লান্ত শরীরে!
আবারও উঠে যায়, ---- কী নিদারুন আকাংক্ষায় !
রাত শেষে মৃদু আলো আসা রাতঘুম ক্লান্ত ভোরে।
আবারও শুরু করে ----
আরেকটি দিনের প্রস্তুতি,
অলেখা, অদেখা শুভ্র পৃষ্ঠার প'রে অাঁকা হয়,
আরেকটি দিনের,যেন পেন্সিলে অাঁকা ছবি;
আবারও বিকেল শেষে সন্ধ্যা হয়,
ক্লান্তিকর জীবনের আরেকটি দিন, হয়ে যায় ক্ষয়।
আকাশের ক্যানভাসে মেঘেদের চুপিসারে ছবি আঁকা,
কখনো তাই নির্ঘুম রাত চেখে দেখা ----
আত্মজার ঘুমন্ত মায়াময় মুখ,
হৃদয়ের গহীনের অনুভবে কিছু একান্ত সুখ;
জীর্ণ জীবনের, এইসব কোমল আনন্দ পাওয়া।
তারপর,
একদিন হঠাৎ, সব ছেড়ে চলে যাওয়া -----
রাবারের ঘর্ষণে মুছে যাওয়া সব আয়োজন;
এভাবেই, ফুরালো বুঝি,
পেন্সিলের আচঁড়ে আঁকা, রঙহীন এক জীবন।