তোমার রক্তাক্ত দেহ
দেখার পর থেকে,
মানুষের এক চোখ থেকে
দূরের-কাছে সবার চোখে হয়েছে দৃশ্যমান,
তুমি হয়তো তা জানো না!

কপোল ছুঁয়ে পড়েছিল তোমার
ফিনকি দিয়ে পড়া ফোটা-ফোটা রক্ত!
তুমি হয়তো তাও দেখোনি!
তোমার চোখে জান্নাতের আলোকচ্ছটা ভাসছিল
আর এদিকে সবার বিহ্বলতা বেড়ে গিয়ে
বহুমাত্রিক প্রেম মিশল এক মুষ্টিবদ্ধ হাতে।

যা হওয়ার কথা ছিলো
তোমার মৃত্যুর উপর ভর করে
তা পূর্ণতা পেলো।
মনে না রাখার পৃথিবীর বুকে
ওরা তবুও হয়তো মাষ্টারমাইন্ড খুঁজবে
বায়োডাটা খুঁজতে গেলে
জাহান্নাম থেকে জান্নাতে ওরা খুঁজবে কিভাবে?

আজ তোমার কত সহচর
বিরাগভাজন প্রতিবেশীরাও তোমার পাশে
মানুষ শুধু আজ তোমাকেই পাচ্ছে না!
তুমি হয়তো তাও জানো না!

(ভন্ডপীরের লোকদের অতর্কিত হামলায় হাফেজ আলী স্মরণে আমার টুকরো ভাব)