সরোবর ভুলে রাজহাঁস স্নান করে পাতিপুকুরে
সুদীর্ঘ অতীতের হাওয়া বদল হঠাৎ কি করে?

তোমার দাপটের মোহে আমি নির্যাতিত প্রেমিক
আসো-যাও প্রেম বাড়াও-কমাও আকস্মিক ।

অপমানের কিনারাহীন উঠোনে  আমি এক প্রভুভক্ত কুকুর
যা বুঝাও তাই বুঝি যা শুনাও শুনি বিনে পয়সার মজুর ।

আমার চারপাশে অতল অতৃপ্তি ঘুরপাক খায়
ক্লান্ত মনের আকাশ ছেয়ে উঠে বিষণ্ণতায় ।

নানান ব্যথা শোকের কথা রাতের বেলাই জাগে
তুমি মানে এতো কঠিন ভাবিনি তো আগে ।

লক্ষ্য আজি নাইকো কিছু ব্যর্থ মনোরথ
হতাশ ঘন নিশীথ রাতি, আমার হারিয়ে গেছে পথ ।

বিষাদ বিধুর কুটির ছায়ে পুড়ছে আকাশ নভে
পুড়ছে বাতাস হতাশ  আজি তোমার অনুভবে ।

চঞ্চু তোমার জীবন আমার চাহনি ছিল প্রাণ
গ্রীবায় তোমার পীযূষ আমার, সঙ্গ ছিল মান ।

হারানো দুপুর প্রলম্বিত রাতে বাসনা রাখি পুষে
গগণবিহারী কমবে অভিমান,থাকবে বেলাশেষে ।

বাসবো ভালো রাখবে ধরে তুমিযে পরম ধন
হৃদয়ে মম শীতল ছায়ে শুধু তোমার উপাসন ।