অপরাহ্নেই শেষ রাত্রির আবদার
বিশ্বাস পড়লো ঝড়ে,
সন্দেহে স্বপ্ন উজাড়
কে রাখে কাকে ধরে?
কত প্রশ্ন কৌতুহলী চোখ
ফিসফিস করা কথা,
আকাঙ্ক্ষায় গাৰ্হস্থ্য সুখ
নিমিষেই হলো বৃথা ।
এতোটা সময় একসাথে
ভ্রমণ,আড্ডা, কথায়
ফোনে মনে রাত্রি প্রাতে
আপন মনের ঠিকানায় ।
দেখি শুনি দিলাম ছাড়
আস্থার মন্বন্তরে,
মুসাফির আসে কতবার?
তোমার মনে সফরে ?
দিতে হবে চরম খেসারত
দেখেছো তো তুমি ছাড়া!
কাঁদি থাক মম ইজ্জত
ওহে ভিনদেশী তারা!
ভালো না খারাপ?
প্রশ্নটা বেঁচে যাক
হাহুতাশ উত্তাপ
আমাকে জড়িয়ে থাক ।
নিঃসঙ্গ বুক ফুঁপিয়ে উঠে
তুমি বাধা অন্য ঘাঁটে,
ফেরায় তরী আপন বাটে
ভালোবাসা উঠছে লাটে !
তোড়জোড় বিসর্জনে
বোধনের দিনে
মুছে ফেলি কিভাবে এই শোক কোন অছিলায়?
আশাভঙিনী তোমাকে আর আশা করা যায়?
শূন্যতার সঙ্গমে বিরহের সোহাগী ভাঙচুর
ছল করে হাত বাড়ানোয় আজ আমি উদ্বায়ী কর্পূর ।
হয়তো বাতাসের গতিপথে শুনবে আবার,
কথা দেওয়া কথা রাখা আড়াল জীবনেরই আচার
আশার মেঘ কেটে গেলে হারাবার কি আছে আর?
শুধু এ মন জানে তুমিই ছিলে আমার ।