তৈয়ার আছি ডাক দিও
যাও যদি ভাই কর্ডোভায়,
শাম,সিসিলি,দিল্লি-আগ্রায়
আল্লাহর আইন প্রতিষ্ঠায়।

ডাক পড়লেই চইলা আইমু
বিসমিল্লাহ য় ভরা মন
বুকের ভেতর লালিত ঈমান
ফী সাবিলিল্লাহ হোক জীবন!

হোক গন্তব্য জেরুজালেম
কাজান,ক্রিমিয়া,গ্রানাডায়
তৈয়ার আছি দিও ডাক
আল্লাহ হাদী ভয় নাই।

বুকের ভেতর আজন্ম পোষা
শহীদ হওয়ার তামান্নায়
তৈয়ার আছি ডাক দিও
তাওহীদের ওই কাফেলায়।