বেকারেরা গুম হয়;
শাসকের হুমকির বাতাস
বাকস্বাধীনতা অপদস্থ করে রোজ ।
গতিময় বুলেট ছুড়ে
অপ্রতিরোধ্য জনতার কাতারে
তবুও চলছে মিছিল ।
খেয়ে যাওয়া গণতন্ত্র
আধুনিক সুন্দরী নারীদের মতন
কুমারী হিসেবে আত্মপ্রকাশ করে।
সহজেই বিশ্বাস করে বাড়িয়ে দেওয়া হাতের
দহনে দহনে জীবনকে করো উপভোগ;
হে আমজনতা,'ভালো না লাগা' প্রমাণ করো ।
কষ্ট পাওয়ার অনুভূতি দেখানো দরকার
ক্রোধে,হিংসায় জ্বলে উঠা
এই যেমন ।
ফেটে পড়া রক্ত লাল খুনের
দহনের রঙ কুচকুচে কালো
নিঃশ্বাসের রঙ আমি জানিনা !
পুঁজিবাদী আর সাংবাদিকদের হিসেব আলাদা
এরা হঠাৎ করেই ভালোবেসে ফেলে
তারা বলবে এটা ব্যক্তি স্বাধীনতা।
আঘাতে আঘাতে পাথরের ঘুম ভাঙে
নির্বোধ অপেক্ষা করে
কুয়াশা কেটে যাওয়ার ,
ততক্ষণে চর্বি জমে উঠে
ঘুম আর রাত্রির পরশে বাড়ে জীবনের আস্ফালন।