দ্বিধার মাঝে থেকো না আর
বুঝো আপনারে!
আসুক বাধা বারংবার
ক্ষান্ত দিও নারে।
আত্মবিশ্বাস বাড়াও মনে
হাতে বাঁড়াও গতি,
আসুক কথা যতোই কানে
থেমে গেলেই ক্ষতি।
সহজে পাওয়ার নাইরে উপায়
কেউ দেখাবে না পথ
নিজের কপাল নিজেই জাগাও
খাটাও নিজের মত!
বারে বারে প্রয়াস করে
নাম নাও আল্লাহর,
আল্লাহ যদি দেয় তোমারে
ঠেকানোর সাধ্য কার?