বিরাট শহর,
পূব পশ্চিম ট্রাফিক চলে,
মেট্রোরেল বাজার ভিড়ে
মানুষ গড়ায়;উড়ে!
গাছের ছায়া,পাখির ডাক
লোডশেডিংয়ের অন্ধতা নেই;
প্লেন উড়ে যায় মাথার উপর
যেতেই হবে,সময় নেই!
রিকশা-হর্ণ-শব্দ
ক্রসিং
মানুষ- মানুষ-মানুষ
পান্ডুর চাহনি, ক্লান্তি
ভিখিরি খুচরোর লোভে লজ্জা পাতে।
আন্দোলন-পোষ্টার
বিক্ষোভ-দাবি-জ্যান্ত স্লোগান
শ্রমিক,প্রেমিক,নেতা,খেতাব
আর ভূতের মতো থম মারা ক্যামেরার
পেছনে সামনে সাংঘাতিক সাংবাদিক!
ঝাপটা হাওয়ায়
নিশ্বাসে নাক গন্ধ পোহায়;
ছদ্মবেশী, চমকে বেশি
পার্কে চুমু প্রেমিকখুশি।
ঠান্ডা ছুরি হাত পকেটে
উঠলে বাসে পকেট কাটে।
হাইওয়েতে নৌকা চলে
একটু বৃষ্টিয় সারাদিন;
লাল চা দিন!
ডেঙ্গুর গল্প চলে
মেয়রের বাকি কয়দিন?