তোমায় দেখলে
চোখ জেগে উঠে ,
বাঁচিয়ে রাখা যৌবন
শীত ঠেলে সূর্য মেখে নেয় ।
মানুষ ন্যাকামো ভাবুক
শুনতে পাচ্ছো?
আমি অগ্রাহ্য করেছি কত ডাক
ব্যালকনির পূর্ণিমা হয়ে আসো অমাবস্যায় !
হাড়িভাতের জন্য লড়াই করা শ্রমিকের
স্বপ্ন রেঁধে খেতে খেতে,
যৌবন সংসারের চাদবেলায়
জানি মৃত্যু হয় সম্পর্কের ।
সাত পাকে যদি হয়ে যাই বর
সামনে কি দাঁড়াবে এসে জীবন?
তাগিদ খুঁজে ভালোবাসার
তুমি কি হবে আমার নরম শীতের রোদ্দুর?
জীবন কতটা গরীব হলে
মানুষ হয়ে উঠি চেতনায়!
নিছক হচ্ছে পাওয়ার বাসনা
তুমি মুখে না বললেও উত্তরগুলো জানা ।