রক্তের ঠিকানা
কত সহজ,কত চেনা
সব জানাশোনা ।
আয়েশ করতে আপদ বিদায়ের খায়েশ
আচড় কাটেনি মনে আঘাতের
প্রবীণ ছড়াচ্ছে হাপিত্যেশ
বুঝে না কিছু বকবক করে ঢের!
অতিষ্ঠ ; দাও বিদায় !
খালি হুকুম এটা ধরো এই করো
ঝামেলা ,দূর ছাই !
মরলেও পারে শালা বুড়ো !
লালন করলো কে পরিবারে
বাঁচিয়ে রেখেছে কে খেয়ে পড়ে?
দায় ছাড়তে চাও একেবারে
কে গড়ল দিলো এতো আপনারে?
চোখ খুলে দেখো কে আসল সম্বল
মাতাপিতাকে কে করে প্রত্যাখান?
বিস্তর ঢেউ দেখে বুঝো কোনটা প্রবল ?
বিলাসী ভ্রমরে কি রক্তের টান ?
যুবা হলে বুঝবা কবে?
শিখালো কে ভাষা,চলা?
নব ভালোবাসার আগে তবে
কে তোমাকে রাখলো ভালা?