স্বাধীনতা যদি সকলের হয়, নাগরিক অধিকার সমান
কেনো রাখা হবে বৈষম্য তবে? কোটায় পাবে স্থান!
মুক্তিযোদ্ধা,পোষ্য, প্রতিবন্ধী, সংখ্যালঘু নয়
যোগ্যতায় হোক চাকরি, মেধাতেই পরিচয়!
কোটা বাতিল হোক,করতে হবে, কোটা বাতিল চাই
ছাত্রসমাজ রাস্তায়,আমরা মেধার মূল্য চাই।
১৬ বছরের বিদ্যা অর্জনে লাভ কি তবে বলো
চাকরি যদি হয় কোটাধারীদের এইটা কেমন হলো?
নারীও কেনো আলাদা কোটা পাচ্ছে নানান খাতে
বাকিদের কপাল বেকার ধরে ছেড়েছে কার হাতে?
কোটা বাতিল হোক,করতে হবে, কোটা বাতিল চাই
প্রতিবন্ধী কোটা রাখতে হলে পৃথক কর্মসংস্থান চাই।
মুক্তিযোদ্ধার নাতি ছাড়া ভাড়াটিয়া কেনো সবাই
দেশ যদি হয় জনগণের, বাকিদের স্বার্থ কোথায়?
মুক্তিযোদ্ধার বাড়ুক রেশন-ভাতা,নেইকো তাতে আপত্তি
কোটা নিয়ে বৈষম্য আর মানবো নাকো সত্যি!
কোটা বাতিল হোক,করতে হবে, কোটা বাতিল চাই
কৃষকের ছেলে কৃষক বানাবে সর্বনাশা কোটায়।
কোটা বাতিল হোক, করতে হবে,কোটা বাতিল চাই
নয়তো বলে দিক কোটার বাহিরে কারো পড়ার দরকার নাই!