হে আপোষহীন বালক,
সোসালিষ্ট‌ থেকে মিলিটারি !
বিকৃত স্বাধীনতায় - পতাকার মূল্য কতটুকু?

সাদা কাগজে মোড়ানো আইনে
ইয়েস স্যারের ভারে
তোমার শ্বাসের মূল্য কতটুকু?

স্বপ্ন ভাঙা ঘামের দামে
সেনাপতির  সাম্রাজ্যের দেয়ালে
রাতভর দাঁড়িয়ে থাকা যৌক্তিক কতটুকু?

রাজার গুদামে তোমার অধিকার
নল বাঁকা রাইফেল কথা বলে
শাসকের চোখে তোমার প্রাপ্য কতটুকু ?

ভয় থামিয়ে বুক উঁচিয়ে চলেছে কারা?
এটাই জীবন? দুঃসাহসিক !
নতশীরে যৌবনের আর বাকি কতটুকু?