তোমরা কাবার চারপাশে তওয়াফ করো,
তোমাদের এক হাত ওঠে দোয়ায়
অন্য হাতে স্বাক্ষর করো
আল-আকসার দরজা বন্ধের!
ওহে, মরুর সুলতানেরা!
যখন গাজার শিশুর কান্না
মিশে যায় রকেটের শব্দে!
যখন জমিন মুসলমানের রক্তে ভিজে যায়
তখনো কি আরামের গদি নরম লাগে?
ওহে মরুর সোনার খাঁচার সিংহ,
তোমাদের প্রাসাদে ঝলমলে আলো
দরবারে সুগন্ধি ছড়ায় চন্দনগন্ধ
মসজিদের ছাদেও ঝুলে হিরা!
তোমরা কি শুনতে পাও, সুলতান?
গাজার আকাশে আগুন ঝরে,
হাজার মা তার ছেলের খণ্ডিত দেহ
বুকে চেপে ধরে নিঃশব্দে কাঁদে।
চার বিবির ঘরে পালাক্রমে জলসা জমাও
তোমাদের উৎসবে ইসরাইল শুরা ঢালে,
তোমাদের বন্দরে ইসরাইলের জাহাজ ভিড়ে
তোমাদের তেলেই পুড়ছে ফিলিস্তিন!
ওহে সোনার সিংহাসনের দাস,
তোমাদের আশ্রয়ে ইসরাইলিরা মিসাইল ছুড়ে
তোমাদের নীরবতাই ওরা মুসলমান মারে
তোমাদের আতিথেয়তাই কেনে গোলাবারুদ!
ওহে কাকতাড়ুয়া মুসলিম শাসকেরা,
রাজত্ব চিরকাল টেকে না
এই সিংহাসন টুকরো টুকরো হবে,
একদিন ধুলোয় মিশে যাবে তোমাদের এই সোনালি দুনিয়া,
তখন ইতিহাসের পাতা উল্টে বলবে,
"ওরা ছিল মরুর রক্তচোষা বাদশাহ,
যারা সিংহের মতো গর্জন করতো,
কিন্তু শৃঙ্খলিত কুকুরের মতো
কাফিরদের পায়ে লেজ গুটিয়ে বসে থাকতো!"