জমানো সম্পদ
পদবী, মসনদ
সব কিছুর আছে ইতি ।
শাসন করি; প্রতিপক্ষ হই
চলে কথার আক্রমণ
অথচ আমরা সহযোগী হয়ে ভালো থাকতে পারতাম।

একই পথ জন্মান্তরের
একই পথে হেঁটে চলি
দাম্ভিকতায় বলি রাস্তা নাকি আলাদা!
হোঁচট খাওয়া পথিক যে গন্তব্যে পৌঁছাবে
সেই পথে আমিও ছুটছি
মাঝখানে শুধু সময়ের কিছু ব্যবধান!

সাজাই দরবার;
ভাবনা আক্রান্ত মানুষ
আহামরি কোন বয়স নয় ভেবে
দুনিয়ায় মগ্ন হয় আবার!
সুচতুরতায় ভেঙ্গে দেয় কত মানুষের লোহিতহৃদয়
ভেঙ্গে ফেলায় মুগ্ধতায় লম্বা হাই তুলে
জাহির করে নিজের সামর্থ্য,যোগ্যতা
অথচ আমাদের ভ্রমণপথ আজীবনের নয়!

কালবৈশাখীর মাসে
তোমার সুদিনে
শিয়রে নিঃশ্বাসের গতির হঠাৎ উঠানামা,
তুমি থাকো না থাকো!
জীবনের মানে খোজা জীব টিকে থাকবে
যে কথা ভুলে গিয়ে দুনিয়া চেয়েছো
তোমার মৃত্যু তা মনে করিয়ে দিবে অন্যকে!