আমাকে ভাবায় তোমার
শরীরের ভাষা,নাকি ভাষার শরীর!
রেখে যায় জীবনের বাঁকে,এক জীবনদর্শন।
বিশ্লেষণ করে দেখি
তুমি যৌগিক মানুষ,
বিশ্লিষ্ট হও বারেবার ।
অপেশাদার ঘুমের কাছে মাথা গুঁজে দেই,
এক আশ্চর্য তোমার অনস্তিত্বের মধ্যে
আমার ক্রমাগত বেঁচে থাকা ।
থেমে যাওয়া মানে
শূন্যে মিশে যাওয়া,
যেখানে একা পৌঁছাতে হয় !
আততায়ী আবেগের আক্রমণে
এ পথিক তবু ক্লান্ত নয় ।
চারিদিকে মনের খোঁজ
তোমার জন্য করি সংযম
কে চেয়েছিল সৌজন্য?
ভালোবাসাহীন আগমন যে জ্বালাময়!
অশান্ত ব্রেইন
মাথাভর্তি শুধু তুমি হলেও
আমাকে পেয়ে বসলো মাইগ্রেন !