ঠোঁটে জপি দরুদ আমি
বুকে ধরি কুরআন,
ক্ষমা পাবো নিশ্চয়ই
তুমি যে রহমান।

ফজর নামাজ পড়ে আমার
দিনের শুরু হয়!
আল্লাহর কাছে জবাব দেওয়ার
পাইযে তবুও ভয় ।

কালিমার মাঝে শান্তি বিশাল
সুখের অনুভব,
অর্ধেকটা পাই রোজাতে
সেজদাতে পাই সব ।

পরম করুনাময়, শুকরান‌ শুকরান
ক্ষমা পাবো নিশ্চয়ই তুমি যে রহমান।

পাপের কুয়াশামাখা ধূসর দেহ
কত গুনাহের ছাপ!
তুমি ছাড়া গাফুর নেই কেহ
যে করিবে নিষ্পাপ?

তওবার বেড়ি পরে এসেছি
গাই যে তোমার গুণগান,
ক্ষমা পাবো নিশ্চয়ই
তুমি যে রহমান।

পরম করুনাময়, শুকরান‌ শুকরান
ক্ষমা পাবো নিশ্চয়ই তুমি যে রহমান।

বিষাদে যদি আয়ু ঢেকে যায়
সবরে জানাই শুকরিয়া,
জায়নামাজে তোমার সাথে
তাহাজ্জুদে দেই কাটিয়া ।

অশ্লিলতায় ডোবে না প্রভু
তোমার ভয়ে চোখ
মসজিদে আজানে তুলি
আসমানী সংযোগ ।

তোমার হাবীবের শাফায়াত
করিও আমায় দান,
ক্ষমা পাবো নিশ্চয়ই
তুমি যে রহমান ।

পরম করুনাময়, শুকরান‌ শুকরান
ক্ষমা পাবো নিশ্চয়ই তুমি যে রহমান।

পুলসিরাতে সাফল্য দিও
হাউজে কাউসারের পানি,
ফেরদাউসে ঠাঁই দিও
আর তব দীদার খানি ।

শেষ-দিবসের কাঠগড়ায়
রাখিও আমার পূর্ণ দ্বীন,
ডান হাতের আমলনামায়
করিও রাসূলের সঙ্গীন ।

আরশের মালিক
রাসূলের সাথে বাড়িও মোর মান
ক্ষমা পাবো নিশ্চয়ই তুমি যে রহমান ।