চলিছে হোসাইন কুফা,আল্লাহ বিশ্বাসে
রাজতন্ত্রে যেথা দ্বীন কেড়েছে ইয়াজীদের ত্রাসে ।

মরুর সূর্য আগুন বালুকার উপরে
ফোরাতের জল টলমল উপচে উঠছে তীরে
নিরস্ত্র হোসাইন মহররমে কারবালা প্রান্তরে ।

অশ্বের পদ গেলে দেবে পিপাসু খোঁজে নদী
মুখ তুলে তাকিয়ে দেখে তীরে সেনা ইয়াজেদী ।

করেছে অবরোধ দিবে না জল মরুক সবে তৃষ্ণায়
একটি বিন্দু জল না পেয়ে মাসুম শিশু মৃতপ্রায়।

সহসা উঠিয়ে গর্জে উহাব, নির্ভীক শের-নর
"ফোরাতের জল আল্লাহর দেয়া"কে কি করবি কর?

ক্ষুৎপিপীসায় ক্লান্ত ওহাব হস্তে তলোয়ার ধরে
নরকে পাঠায় শত শকুনকে শীর্ণ হাতে মেরে।

অসির আঘাতে ওহাবের গর্দান লুটায় মরুর 'পরে
হাসানের বেটা কাসিম এসে অশ্ববল্গা ধরে ।

দেখেনি প্রিয়ার মুখ; নববধূ রেখে আসিল শত্রুর ডাকে
ঝঞ্ঝার রুপে শত্রুর শীরে পড়ে আল্লাহ আকবার হাকে ।

শহীদি পেয়ালা পিয়ে বেহেশতে করে মহাপ্রস্থান
ইয়াজিদী শৃগালের আঘাতে কাসেমের শহীদী প্রয়াণ ।

তৃষ্ণায় জল না পেয়ে মরিল মাসুম শিশু
হাহাকার করে তবু শোনেনা ইয়াজীদ পশু !

তাকবীর হেঁকে আলী আকবর প্রাণ করে সংহার
মৃত্যুর দ্বারে মুখে-অন্তরে তার আল্লাহ আকবার।

উন্মাদ বেগে একা লড়ে মরু প্রান্তরে
আঘাতে আঘাতে শত্রুর শীর ধূলায় লুটায়ে পড়ে ।

তৃষ্ণা কাতর ক্লান্ত দেহ সে আধমরা তৃষ্ণায়
ছুটে এসে লুটে পড়ে পিতা হোসাইনের ঠাঁই।

জল যাচে কহে," পিতা গো একটিবার
জল পেলে এক চুমুক পাঠাব জালিম নরক দোয়ার "

হোসাইন কহে," জলে তীর উপচে উঠেছে খোদার নেয়ামতে
হতভাগা মোরা বঞ্চিত আজ এই ফোরাতে"

আবদুল্লাহ,আলী,আসগর শহীদ হলো ক্রমে ক্রমে
মৃত্যুকে প্রিয়া ভেবে বুকে টানে, ভালোবেসে ইসলামে।

উঠিল হোসাইন সামনে এগুয় তুলিয়া তলোয়ার
একের পর এক আঘাত হানে বলে আল্লাহ আকবার।

শত্রুশূন্য করে সে নামলো ফোরাত তীরে
আঁজলা ভরে জল তুলে তবু ওষ্ঠে নাহি ধরে ।

পুত্র,স্ত্রী, স্বজনদের করুন চাহনি ভাসে
জল বীনা মরেছে স্বজন ক্ষুধাতৃষ্ণার শেষে ।

আজলার জল নোনা হলো মিশে চোখের জল
চোখের সামনে ঝাপসা করুন স্মৃতি টলমল।

হস্ত উঠিয়ে উধ্বে হোসাইন ডাকে ইয়া রাহমান
বিচার করিও রোজ কেয়ামতে এসব পাষাণ-প্রাণ।

তোমার দেয়া নেয়ামত থেকে বঞ্ছিত করে যারা
মারিল তোমার নিরীহ জীবে কি মানুষ তারা?

কাঁদিতে কাঁদিতে হোসাইন চোখের অশ্রু মুছে
শরাঘাতে দেহ ক্লান্ত,রক্তে বসন ভিজে।

কালেমা জপে নিথর হলো হোসাইন দেহ বালুকায়
নির্ভীক বীরে হয়নিকো নত শীর রক্তাক্ত কারবালায়।

আল্লাহর রাজ কায়েম করিতে কে আছে আগুয়ান
সত্যের পথে নির্ভীক লড়ে কে দিতে চাই প্রাণ ?

ফিরে এসেছে স্মরণীয় মহররম পুনঃ দুনিয়ায়
ত্যাগ চাহে ইসলাম, কালেমার ভালোবাসায় ।