জনতার বেদনারে করে পরিহাস
অমন মানুষ দেখিনি,
যদি শুনতে পেতাম
নেই আর তিনি
আহ!
লোভ জাগে দেখার
এমন আশ্চর্য কাঙ্খিত ব্যাপার!

থামো!
কী চাও আর?
তোমার থেকে মুক্তি চাইছে সবাই
অথচ চোখ ভরা তোমার নির্বোধ প্রতিজ্ঞার আলো।
উপেক্ষা করছো মানুষের শান্তি
বেছে নিয়েছ সর্ববৈনাশিক পন্থা,
আয়ুস্কালতো শেষ হবেই একদিন
হায়, জীবনের কি পরিণাম!

স্বার্থোদ্ধত লালসা তোমার
ভেবেছো কেউ নেই ঠেকানোর?
হে চেতনার উদিতভানু,
আমাদের দীর্ঘ মননজাত সিদ্ধান্ত
তোমাকে নিয়ে আর পারছি না।
বাহুতে যতোই ক্ষাত্রশক্তি থাকুক তোমার
আমাদের শুধু সেই অতর্কিত মুহূর্তের অপেক্ষা
তোমার প্রাসাদ পতন!

মুখর জনপদ
নাগরিক ব্যাকালাপ, প্রস্তাব
ভালো মন্দ যাহাই আসুক
জীবনের দাবি সবার
নতুন কাউকে চাই।