দাদার ছিল গরুর গাড়ি
বেলা কেটেছে বাড়িতে,
বাবায় গেছেন বাসে চড়ে
কখনাে রেলগাড়িতে।

আমরা যাবাে প্লেনে চড়ে,
ছেলে যাবে রকেটে,
নাতি যাবে হাওয়ায় ভেসে
রিমােট নিয়ে পকেটে।

মানুষ ছিল গুহার মাঝে
বাস করেছে জঙলে,
এখনাে সে চাদের দেশে
গড়ছে বাসা মঙ্গলে ।

গ্রহ থেকে গ্রহান্তরে
ঘুরবে সেতাে ঘুরবে,
আজকে মানুষ যা জেনেছে
জানতাে কী তা পূর্বে।

যে করে না বুদ্ধি খরচ,
সে তাে মানুষ কিপটে
পাল্টে গেছে কালের সিড়ি
মানুষ এখন লিফটে।