পলাশীতেই হারিয়েছি মীর জাফরের তরে
দুইশত বছর গোলামী ভাই আমার আপন ঘরে !
তারপরে দাস বানাইলো পাকি হিন্দুস্তান
সৎ মায়ে নাম রাখিল পূর্ব পাকিস্তান ।
লাখো প্রাণের রক্তে কেনা আমগো স্বাধীন দেশ
স্বাধীন হওয়ার পর থাইকাই স্বাধীনতা শেষ !
রক্তে তাগো চেতনা,হরেক রকম স্লোগান
গুহায় থাইকা একাত্তরে মুক্তিযোদ্ধার সম্মান !
স্বামীর নামে কেউ চলে ,কারো দেশটা বাপের
লাঙলের নামে জালভোট দেয় ফখরুদ্দিন কাদের ?
রক্তের দামে আত্মার বাঁধন চেতনার নাই শেষ
বাকস্বাধীনতাহীন তুমিই আমার স্বাধীন বাংলাদেশ ।
দূষণ, দুর্নীতি,শাসনে তুমিই রোল মডেল
আছে শাহবাগী রুখবে কেরে বধবে কোন জেল?
মেট্রোরেল,পদ্মাসেতু,টানেল আছেন মানবতার মাতা
তেলে চালাবো রুপপুর,বালিশে রেখে মাথা ।
দেশপ্রেমিক সব প্রবাস থাকেন,দেশপ্রেম ইন্টারনেটে
সোনামণীরা মন্ত্রী চালান, আমলা চলে বাজেটে ।
ভিখারিরও মাথাপিছু পঁচিশশ মার্কিন ডলার
কেন্দ্রীয় ব্যাংকে হরিলুট,দ্রব্যমূল্যে হাহাকার!
স্বাধীনতার এই দেখেছি ভোটে কারচুপি
স্বাধীনতায় জেলে ভরা পড়ে কারা টুপি !
অন্য দেশের শাসনে মোড়ানো এটাই স্বাধীনতা ?
সংবিধান যদি নিজের থাকে পাক-ভারত কেন পিতা?
রাস্ট্র আমার, জনগণও কার আইনে চলে?
দেশটা তোমার বাবার? বলে কদিন চলে?
আমার দেশ আমি যদি বাক স্বাধীনতা না পাই
স্বাধীন করে এই স্বাধীনতার এটাই চেয়েছিলাম ভাই?
মোশতাক/মঈন/ওকা
আমু/ইনু/সাকা
01:07 PM