ক্ষণিকের সুখ অদম্য পিপাসা
ঘাত প্রতিঘাতে বহু জিজ্ঞাসা ,

স্বপ্ন মিলায়ে যায় বাস্তবের পরশে
স্মৃতি থেকে যায় মধুর হরষে ।

হতাশা উদ্যোগে  জীবনের মায়াজাল
আলহামদুলিল্লাহ যেভাবেই আছি আজ আর কাল ।