সিনেমার নর্তকীর সাথে ভিজছি একসাথেই
আমি পোড়ানো ইটের উপর ফুটপাতে
আর সে বিলবোর্ডে।
আমি পড়ে আছি
লোহার ওভারব্রিজের নিচে
প্রতিযোগিতার ধূলো ফেলে যাচ্ছে অগণিত পথিক ।
জীবনপাঠ ভরে গেছে আশীর্বাদে
ভিখারি হিসেবে পেটেভাতের মুখরিত জীবন
অশুভের বহমানতা রায় পেয়েছে এক্সিডেন্টে ।
অতীতের ঘরে যাই থাকুক
পানসে জীবনের পরিবারটুকু
অপয়ার ভূষণে কলের গান শোনায় আজ পরিণতি।
নতুন শহরে রাখা পা হারিয়ে
তারপর কত পৌষ কাল পেরিয়েছে,
ভাগ্যের বর্বর অসহযোগে
চোখ দুইটি আর দেখেনি আলো,
নীড়ে ফেরা হয়নি আর
ভাগ্যলিপি দাঁড় করিয়ে দিলো রাস্তার মোড়ে ।
কান্নার রোল জমা কত হাঁসফাঁস
দিনশেষ সূর্যও বাড়ি ফিরে যায়
আমি পথের মাঝে জীবন খুঁজি বসে ।