চিকচিক তীরের বালু,ঘোমটা পথের নারী
আড়চোখেতে অল্প হেসে সব নিয়েছে কাড়ি ।
দুই পাড়েতে জল দুলিছে, মন দোলায় ভেলা
সাঁতার কাটার লোভ দেখালো তপ্ত দুপুর বেলা ।
আকাশ কোণে মেঘ ভেসেছে,নীল হয়েছে জল
নদীর দুকূলে কাশ দুলিছে,মন করে টলমল ।
আজকে যেন রৌদ্র কীরণ বীপ্তি ভরা দোলা
নাইতে গিয়ে যা দেখেছি যাইকি তারে ভোলা?