শুধু মানুষ আমরা এক
জীবনের পথে তো একাই,
প্রতিটি যাপনের দিন
দুচোখের লোনা জল ছুঁয়ে যায়
হৃদয়ের দীর্ঘশ্বাস।
জানি ফিরে পাওয়ার পথ নাই
কেনো এত প্রশ্ন জমা?
একলা আমি অথচ একা নই!
অজস্র কোলাহল মনে
কথা বন্ধ হলেই কি সম্পর্ক ইতি টানে?
সংরক্ষিত প্রবেশাধিকার
লড়াই শেষ
যুদ্ধ এখন নিজে বাঁচার,
ভালোও আছি,খারাপও আছি
প্রজ্বলিত শিখার মতো কেনো জ্বলছি অবিরাম
পথের শেষ জানি না
তবু হেঁটে যাই—
অনাগত ভবিষ্যতের দিকে
একদিন তোমার হাত ধরে
হয়তো ফিরবো এ নগরে!