বঞ্চিতের ভাঙা বুকে সঞ্চিত অযুত বিক্ষোভ
হতাশায় মুমুর্ষ হৃদয় নিয়ে বেঁচে থাকি ,
সরল আবদারে সীমাহীন নির্মমতা খুব
সজীব জনপদে বিবর্ণ সকরুণ একাকি ।
ধূসর স্বপ্ন, অস্বীকৃত ভাগ্যের দুয়ারে
ছুটে গিয়েও ফিরে তব হেলায় ধিক্কারে,
অশ্রুতে ভেজা প্রেম রোদে তবু শুকাই
সময়ের কথোপকথনে ঠাঁই নাই ঠাঁই নাই ।
বিভ্রান্ত বিশ্বাসে বিব্রত কাঁচা ধারণা
প্রাক্তন ঘ্রাণ খুঁজে তোমার উপকূলে,
হৃদয় বিদীর্ণ করা তোমাদের আলোচনা
প্রতারণার মেঘ ভিড়তো হয় ভুলে ।
রাগ দেখাই যতই, বৃষ্টি হয়ে ঝরে আমার উপর
তাকানোর সাহস হারিয়ে ফেলি ,
সত্যকে মিথ্যা বলে এড়িয়ে যেতে রুদ্ধ কন্ঠস্বর
হে আমার চোখের বালি ।
নিরবিচ্ছিন্ন বর্বর কষ্টের পৃষ্ঠায়
সময় লিখে যাই তার খতিয়ান,
কতো ভালোবাসি যে তোমায়
এই দিলে তুমি তার প্রতিদান ?