ঘোমটা নেই মাথায়
বুকের আঁচল এলোমেলো,
তোমার রুপে রৌদ্র জ্বলে
উষ্ণতা শীত মানে না ।
যখন তুমি হেঁটে আসো
শিরা উপশিরায়
নাচন তুলে;
চোখের ভিড়ে, তোমার চোখ খুঁজি
দেখার তৃষ্ণা মিটে না ।
কস্তুরী ঠোঁট
সপ্রতিভ হয়
নিমগ্ন থাকি কুচবরণ কেশে
আমার কেনো জানি মনে হয়
আমি প্রেমে পড়েছি।
ডাঙ্গরদেহী মনে বসন্ত
বাঁচি উল্লাসে,
তুমি আসবে বলে
এই পথে,
আবেগে তোমার সুস্থতা মাগি ।
চলে এসো
উদাস দুপুরে
বিষাক্ত ছোবল নিয়ে,
আমি দুঃখ জমা দিবো
হে কাজল চোখের মেয়ে ।