অভাব যখন উপচে পড়ে চাহিদা করে শোক
লাজের ঘরে কাজের অভাব নিত্য দেখে চোখ ।
মন ফাগুনের আগুন শুধুই গৃহের লোকে চটা
কইতে গেলেই দাবি কোনো শুনতে হচ্ছে খোটা !
ধামড়া হয়েছে দেখছো বসে কাজ নাই তার কোনো
মরলে আমি বাবায় বলে কি করবে সে শোনো?
ভাইভা বোর্ডে টাকার ঝাঁঝ না দিলেই হটা
আসলে ফিরেই ভাইয়ের মুখে কামাই করিস ব্যাটা !
নিজের জীবন পরের হাতে চলছে খোঁটা শুনে
চাকরি পাবো এই আশাটা নেই আজি আর মনে ।
হয়নি কিছু ছাড়িনি পিছু একটাই এখন শখ
সার্টিফিকেট নামক কাগজ খানা যেন না দেয় মোরে ঠক ।
চাকরি না পেলে ছাত্রের মূল্য নাই
চাকরি লাগবে চাকরি,একটা চাকরি চাই ।
জমানো থাকুক স্বপ্ন পিছে লাগবেই চাকরি আজ
সব ছেড়ে ধরতে হবে অর্থ পাওয়া কাজ ।