কোটি মানুষের নগরে
আমাকে গ্রহণ করে না কেউ!
আমি পরিত্যক্ত
রোগাটে এক পথশিশু।
আমাকে গালি দেয়া যায়
মারা যায়,
অবজ্ঞা করা যায়!

কেউ নেই
দয়া দেখাবার;
খুকি বলে ডাকা সেই মায়ের স্মৃতিটুকুও নিশ্চিহ্ন
বড় সাহেবের দারোয়ানের পশুকামে।
পোয়াতি পাগলীটা মারা গেছে ক্ষুধায়
জনে জনে এটাই জেনেছিল শেষে।
যদিও লোকে বলে সে আমাকে কুড়িয়ে এনেছিল
ইউজ মি লেখা নীল রঙা ডাস্টবিন থেকে;
কিন্তু আমি তাকে মা ডেকেছিলাম।

ইতিকথায়
অনেক ছিলো বলার,
ড্যান্ডিখোর আর টোকাই যেই বিশেষণ দাও
পেটের ক্ষুধায় ওইসব কানে আসেনা।
তোমরা তো খাইতে দাওনা
থাকতে দাওনা, সহ্য করোনা
ভালোবাসতেও তো বলিনি;
তোমরা সভ্য শিক্ষিত বেশ
তবে উপায় বলো
আমরা তোমার জন্য কি করতে পারি?
দেখতে না চাও, মেরে ফেলো
দূর! দূর করোনা অন্তত।