ওড়না এখন শেষ
লজ্জা উধাও,
শরীর দ্যাখে সবাই
অসভ্যতায় কি করে খাও?
ময়লা স্কার্টের আড়াল থেকে
স্ট্যাটাস দিলে,
ডাকো যাকেই
সবাই জানে পৌঁছে গেছো কোন মিছিলে!
দৃশ্যভোজী আগন্তুকের
বুঝতে পারি, বলতে মানা
কোন হোটেলে? সঙ্গে কারা?
সবই কিন্তু আছে জানা!
যেমন তেমন ইচ্ছেমতো
বশ হয়ে যাও টাকায়!
ঘুপচে সেলুন,জাগতি ক্লাবে
ছাড় নাই বুড়ো-যুবায়!
এপথে মহা মিছিল চলেছে পার্টির
জোর এক্সিডেন্ট, ঝটিকা ট্যুর
ট্রাফিক হাসে, সামান্য ভিড়;
আস্তে চলুন, যেতে হবে বহুদূর।
গিরিখাতের গভীরে গড়িয়ে গেছে জল
পাঁচ মিনিটেই সময় হারায়,
লাল ঠোঁট, চোখে বাঁধা কাজল
শ্বাস ফুরায় তুখোড় নীরবতায়।
ভাঙছে এখন ধুকপুকুনি
আগুন পাখির শরীর পুড়ে,
এইটুকুনি?
ধ্যাত, .......?