থাকে যদি জন্ম আরেক,
দেখা করো আবার পূর্নভবায়,
স্রোতের সুরে,মাঝির গানে,
পুরোনো হওয়ার গল্প আমাদের।
বর বৌ খেলার কথায়,
চড়ুই ভাতির পিকা,টুকু,
মনে যদি পড়ে তোমার,
যাব ছুটে আবার না হয়,
আম বাগানের দুপুরে।
অবাক হবে মুখটা দেখে,
চেনার কথা নয়,তবুও চেনা,
মিষ্টি হাসির আপন কেউ,
অবাক সুরে বলো তুমি,‘কোথায় দেখেছি তোমাকে’।
ব্রিজে হাটবো আমরা দুজন,
বদলে যাওয়া নদীটায়,
নৌকা নেই কোথাও,
মন লুকানো মাঝির গানের
নতুন গল্প কথার,আকাশ পুরোনো।
হলোই দেখা না হয় অন্য কোথাও।
শিশির সুরের স্বপ্ন কথার,
আমার দেয়া মালার হাসিতে,
আসবে মনে,ভালবাসার প্রথম চুমু।
বলবো আমি,‘আমবাগানের খেলার সকাল
মনে পড়ে খেলাবেলার-রত্না,কৃষ্ণা,
সময় ছাড়ানো আকাশ গল্প,
হারালো কোথায় সেই রং ধনুর স্বপ্ন সুর’।
অবাক চোখে খুজবে তুমি,
ঘুম পাড়ানী গানের দেশের,
ভালবাসার মুখটাকে।
হয়তো তুমি-নীলা,ছন্দা বা অন্য কেউ,
অজানা রুপের আরেক মুখ,
আমার মন জড়ানো ইন্দ্রানী কথা,
ভালবাসার স্বপ্ন দেশ।
বদলে যাওয়া নতুন পৃথিবী,
মুখটা মেলাবে,হয়তো মেলাবে না,
নাও যদি পড়ে মনে,
তবুও,খুঁজবে হাসি মুখে পুরোনো মুখ।
নাই বাঁ পড়লো মনে কিছু আর,
অবাক সুরে বলো তুমি,
‘চিনলে না আমায়,
আমিই তোমার মেধের মেয়ে’।
আমি খুঁজবো ইন্দ্রানীকে,আমার,
পাব কি খুঁজে,পুরোনো কোথাও?
আনন্দ গানে বলবো না হয়,
‘তুমিই কি আমার স্বপ্নের আকাশ
আমার ভালবাসার মুখ’।
নাও যদি থাকে নীল পদ্মের আকাশ রথ,
নীল ময়ুরের নাচন সুর,
নাই বা হলাম ভালবাসার মানুষ-তোমার,
তবুও হবে দেখা,তবুও ছোঁয়ায়,
হয়তো পাব খুঁজে,সময় হারানো স্বপ্ন দেশ।