কখনও কোথাও অন্যমনে,
মাঝি গানে পূর্নভবায়,
বলবো আমি,খেলার ছলে,
‘ইন্দ্রানী,তুমিই পৃথিবী আমার’।
ছুটে যাওয়া আকাশ নীল,
মাতাল জীবনসুর,
ভেসে যাওয়া বাতাস কথা-
‘ইন্দ্রানী,তুমি-তুমি শুধু আমার’।
ছুঁয়ে যাওয়া স্তন নাচন,
ভেজা ঠোঁটে স্বর্গ ছোয়াচ,
কথা ছোঁয়া-হ্রদয় সুখ,
আনন্দ মত্ত জীবনকথা।
আমি আছি,
থাকবো—আমি ইন্দ্রানীরই,
কথা ছাড়া কথার সুখ,
আকাশ ছোঁয়া-আকাশ গল্প।