একটু জ্ব্রর জ্বর ভাব,
কাশিটা নেই যদিও,
হয়তো শীতের ঝাপটে অশান্ত শরীর,
ইন্দ্রাণী এসেও আসেনি,
এক ঝলক ডাক-সুপ,এটা ওটা আর কথার ছোঁয়াচ।
একাকীত্ব একটা অভিশাপ,
কেউ থাকে না পাশে-শুধু বাতাসের কান্না,
থমকে থাকা ভালবাসার দরজাটাও,
জীবন হিসেবে-আঁটকে আছে মুখগুলো সবা্র।
মার কথা মনে হলো,
আদরের হাত-সান্তনার বুক,
কত না জ্বালা,কত না অসুখ,
তবুও সেই আদর দেয়া একটা মুখ।
সময় বদলে দেয় ভালবাসার মুখ,
বদলায় ভাষা জীবন সুরের,
ভালবাসার ইন্দ্রাণীও সাজায় সময় সাজ।