বজরায় ভেসে খোঁজে পদ্মামাঝির স্বাদ,
শিলাইদহের ছাঁদের চোখে নতুনের ইন্দ্রানী,
মাঝি সুরে ওরা পদ্মা ছেড়ে পূর্নভবায়,
আপন সুরে সাজায় গান ভালবাসার।
বয়সের শরীর খোঁজে বেদেনীর উচ্ছাস,
নেই শুভঙ্করের অংকের হিসেব,
কবিতা নেই,গান নেই,তবুও এক রবীন্দ্রনাথ,
গল্পের সুরের মুক্তির আকাশ।
সময় ছেড়ে যাওয়া আবেগ খেলায়,
কবিতা ওদের শরীর ছন্দে , সময়ে রবীন্দ্রনাথ খোঁজে সবাই,
হেঁটে যেতে যেতে খোঁজে মিষ্টিমুখের রানু,
ছুটে যাওয়া কিশোরীর ঝর্না সুরের হাসি,
খোঁজে বয়সের শরীরে যৌবনের উচ্ছাস।
সময়ে বেমানান কৃষ্ণ,ভালবাসার ভানু,
হয় ফিরে আসা কাদম্বিনীর রবিস্বাদ,
শরীর স্বপ্নে ভালবাসায় আজ-আগামীকাল।
ওরা অসময়ের রবীন্দ্রনাথ,
নিয়ম ছাড়া বেঁচে থাকার সুর,
অনিয়মের ভালবাসার আকাশে,
স্বপ্নের উচ্ছাস।