কিছুই কি বলবে না তুমি,
ধরলেই না হয় হাতটা,
বললে না হয়,বাতাসকে ডেকে,
‘ও আমার,শুধুই আমার’।
হলোই না হয় পূর্নভবা,
আমরা যাব হিমছড়ির আকাশে,
গোধুলি নাচে রাত পাখীর ডাক,
আর বেলীফুল খোঁপায় ধ্রুবতারার গান।
ভুল করা একটা চুমু ঠোঁটে,
শোনালে না হয় সাজানো ভালবাসার কথা,
শেখালে না হয় প্রথম খেলার শরীর গান,
ক্লান্ত খেলায় হেঁটে গেলে অচেনা নতুন হয়ে।
খেলার ছলেই বললে না হয়,
‘মনে পড়ে আমাদের প্রথম দেখাটা,
গায়ে তোমার গরদের পাঞ্জাবী,
শাড়ীটা কি মনে পড়ে তোমার’?
বললেই না হয়,
‘শিখা,রত্না,যার কথাই বল্
তুমি তোমার-শুধুই আমার,
তুমি আমার জীবনানন্দ,
তুমি আমার আকাশ গল্প’।
খামখেয়ালী কিছুটা সময়,
ভুলে গেলে সমাজ সাজ,
হাতে হাতে ছুটে যাওয়া আগামীর আনন্দে,
হলোই না হয় সবকিছু মিথ্যে,
স্বপ্ন আছে,তাই তো আছে বেঁচে থাকা।