হলোই না হয় শীতের সকাল,
আসবে তুমি,
কোকিল সুর আকাশ জুড়ে,
এলো বসন্ত ভালবাসার।
ঢাক ঢোল,জুঁই পলাশ,
নীল,সবুজ-উর্বশী নাচ,
প্রজাপতির রং এর খেলা,
কৃষ্ণ আমি যে-ভালবাসায়।
পাগল বেলা-চৈতালী দুপুর,
এলো বৃষ্টি তোমার ছোঁয়ায়,
মেঘ ডাক,আলোর হাসি
ময়ুর নাচ,কদম কামিনী,
আমি ও দেবতা শরীর গানে।
নীতিনপুরের মেলার মাঠ,
কথা সুর,জীবন স্বপ্ন,
ভালবাসার শরীর খেলা,
জন্ম জন্মান্তরে সঙ্গী আমার,
ইন্দ্রাণী তুমি-এক জীবনে অনেক জীবনের গল্প।