একটা লাশ পড়ে আছে ওপাশে,
ওটা কেউ না আর-শুধুই একটা লাশ,
পড়ে আছে ডোবার কাদামাঠিতে,
পচা গন্ধে খুঁজে পাওয়া তাকে।

ও নয় কারও প্রেমিকা,
নয় কারও মা,নয় কারও সন্তান,
শুধু পড়ে থাকা লাশ একটা,
ভেসে গেছে সময়ের ওপারে।

ভালবাসায় ওকে কেউ ডাকে না আর,
চুমুর আদরে ও ভাসবে না আর কোথাও,
ওর গল্প নেই,নেই কথা কোন,
ও যে শুধুই একটা লাশ।

ওর নাম নেই কোন,
ধর্ম নেই ওর কোন আর,
ভাষা নেই বলায়,
শোনার ক্ষমতা হারানো অজানা মুখ এক।


এ ভাবে হয়তো ওর পৌঁছানো হবে না বিধাতার ঘরে,
হয়তো হবে না জানা ওর খুনের ইতিহাস,
ওর কান্না নেই,
কান্না নেই ওর জন্যে কারও আর।

ওকে নিয়ে হিসেব হবে না কোন,
ও কি হবে হিন্দু না মুসলমান,
নাকি হবে বৌদ্ধ,না খ্রিষ্টান,
ও শুধু একটা হিসেব এখন,
ও মানুষও নয়,
শুধুই লাশ একটা।