দেখা হলেই,দেখা হয় না আর,
সাজিয়ে নিতে হয় পুরোনো মেঘ,
বলতে হয়, ‘মনে পড়ে তোর…’,
ভুলে যাওয়ার খেলায় নাটক হয়,
হয় অজান্তের মেনে নেওয়ার পালা।
মনটা যদিও থমকে থাকে,
সময় যে ভেসে গেছে অনেক দূরে,
বলা যায় না, ‘হাত ধরা হাতে্র বিকেল চুমু’।
আমরা যে কেউ আর আমরা নেই,
শুধু হালখাতার গল্প।
ইন্দ্রাণীও আর আমার ইন্দ্রাণী নেই,
ও এখন সংসার,
আমিও ক্লান্ত নিয়ম,
হায় রে জীবন,এই কি বেঁচে থাকা?