আল হাল্লাজ
হুসাইন ইবন মনসুর আল হাল্লাজ
সময়কাল(৮৫৮-৯২২)
তাকে তার ধর্মীয় মতামতের জন্য বাগদাদ শহরে-ক্রুসীবিদ্ধ করে হত্যা করা হয়।

(১)

হ্রদয় জড়ানো,হ্রদয়ে আমার,
যেন মদ মিশে থাকা পানিতে,
কিছু যদি ছুঁয়ে যায় তোমায়,
সে তো ছুঁয়ে যায় আমাকেও,
আর কিছু নেই এখানে,
আছে শুধু তোমার খেলার খেলা।


০০০০০০০

(১)
আমি তো সেই ভালবাসি,যাকে-
আছি যে আমি নিজের ভালবাসার রাজ্যেই,
দুটো হ্রদয়ে এক,আমরা-পূর্নজন্ম আমাদের একই শরীরে,
খুঁজে দেখ আমায় তুমি-খুঁজে পাবে তাকে,
খুঁজে পাও যদি তাকে-খুঁজে পাবে আমাদের।

০০০০০
(১)
তোমার কারণেই ছুটে যাই আমি,
সমুদ্র ছাড়িয়ে,পাহাড় পর্বত,
ভেঙ্গেছি পাহাড় আবারো,
তোমার খোঁজেই যাই ছুটে মরুভূমি ছাড়িয়ে।

সরিয়ে নিয়েছি নিজেকে ছেঁড়ে এ জগতের আনন্দ,
ছুটেছি অজানায় যতক্ষন না দেখা সে পথের,
সেখানে নেই কেউ তুমি,আমি ছাড়া-আর।

০০০০০