হেঁটেছি সাগর স্রোতের বালুর খেলায়,
কখনও একা,কখনও ছিলে তুমি পাশে,
গলায় কুড়োনো ঝিনুক মালায়,
চাঁদের আলোয় ছড়ানো গান ভালবাসার।
ছূটে যাওয়া সেই হিমছড়ির সকাল,
আকাশের নীল আর সমুদ্রের গানে,
ঝর্নার গানে শরীর খেলায় আমাদের,
সাজানো সংসার খেলার প্রথম স্বাদ।
বলেছিলে,
‘স্বপ্ন তুমিই,
তুমিই আকাশ ছোঁয়া আগামীকাল’,
বন্ধু আমার,সখী আমার,
বালুচরে একেলা এখন,খুঁজি শুধু হাসি মুখ তোমার।
শঙ্খচিলের ডানায় আছি আকাশ ছুঁয়ে,
জানি, হবে দেখা একদিন এই সাগর পারে,
হাত ধরা হাতে জোয়ারের গানে,
খুঁজে নেব ফেলে আসা সময় আমাদের।