দেবর দাসীমায়া(অনুবাদ)
জেদার দাসীমায়া,তাঁতি বাসীমায়া হিসাবেও পরিচিত
শিব উপাসক
জন্ম-মুদানারা,কর্নাটক,ভারত
সময়কাল-সম্ভবতঃ ১১ শতাব্দীর মাঝামাঝি
শোনা যায় প্রায় একশত বছরের উপর বেঁচে ছিলেন
আমি সেই,এ শরীর যার,
আর তুমি তো সে,যার হাতে জীবন আমার।
জান তুমি রহস্য এ শরীরের,
আমি জানি রহস্য ঐ নিঃশ্বাসের।
সে কারণেই তোমার শরীর,
লুকোনো আমার শরীরে।
তুমি জান,
জানি আমি রামনাথ,
অলৌকিক,
নিঃশ্বাস তোমার,
এ শরীরে আমার।
০০০
ধর যদি কেটে ফেল,এক লম্বা বাঁশ,
ভাগ হবে দুটো,
আর নীচের ভাগটা হয় যদি নারী,
উপরটা হলো পুরুষ না হয়।
একজনের সংঘর্ষ আরেকজনের আকাশে,
জ্বলে উঠুক সে সুরে,
বল,তুমি এবার,
জ্বলে উঠে আগুন যা,পুরুষ না নারী সে,
বলো,ও রামনাথ।
০০০
রামনাথ,
কে জানে অজানা সৌন্দর্য,
তোমার।
সাজানো তুমি,
নিজেকে সাজিয়ে নেয়া,
শূন্যতায়
আর রং এর সাঁজে।
০০০