ছুটে যাওয়া আকাশ নীল,
বাতাস গানে সবুজ মাঠ,
থাকবে সবাই আপন সুরে-
শুধু-আমি নেই,
আমি নেই আর কোথাও।

রং খেলার প্রজাপতি,
পদ্মা গানে ইলিশ নাচন,
পূর্নভবার নীতিনপুর-সুরো বেসুরো,গান,
আমি কি আছি কোথাও?
ডাকে না যে কেউ আমাকে আর।


থাকবে-
ভেসে যাওয়া স্মৃতির ছোঁয়া.
সুর ছড়ানো মৌমাছি,
শরীর গান,
আকাশটা ভালবাসার,
আপন সুরে আপন গানে,
শুধু-আমি নেই,
দেয়াল ঝোলানো স্মৃতি আমার।

ধানক্ষেতে ফড়িং খেলা,
বর্ষা সুরে ভালবাসা,
শীতের শরীর গান,
থাকবে সবাই নিজের সুরে,
আমি নেই-নেই পৃথিবীটা আমার।  

হায়রে জীবন খেলা,
এই আসা,
এই যাওয়া,
আপন সুরে থাকবে সবাই,
শুধু থাকবো না আমি,আর।