আমির খসরু দেহলভী
জন্ম-পাতিয়ালী,ভারত
সময়কাল-(১২৫৩-১৩২৫)
গায়ক,কবি,লেখক,কাওয়ালী গানের উদ্ভাবক
হযরত নিজামুদ্দীন আউলিয়ার শিষ্য
পারসী,হিন্দাভী(হিন্দী-উর্দুর মিশ্রন) ভাষায় লেখা
(২)
মজনুর শেকলের নাচ,
সেই তো প্রেমিকের হ্রদয় বাদন্
হলেই না হয় জ্ঞানী তুমি,
মনে রেখ,ভালবাসা ছাড়া ভালবাসা-
বোঝার উপায় নেই কোন,আর।
০০০০০০০
(২)
জানা নেই হয়তো কারও,
বেহেশত যদি থাকে কোথায়,
আছে শুধু-তোমার সুরে,
আছে শুধু সেটা-তোমার দেশে।
০০০০০০০০
(২)
তোমার পায়ের ধূলো-
সেটাই তো ভাল,
জান সুরমার চোখেও-
নেই সে সৌন্দর্য।
০০০০০০০০
(২)
তোমার পায়ের ধূলো-
সেটাই তো ভাল,
জান সুরমার চোখেও-
নেই সে সৌন্দর্য।